ধনবাড়ি পৌরসভা তথা ধনবাড়ি উপজেলা সর্বস্তরের প্রিয় মানুষ এক সময়ের তুখোর ছাত্র নেতা বাংলাদেশ ছাত্রলীগের পাইস্কা স্কুল শাখার সাধারণ সম্পাদক. ধনবাড়ি উপজেলা ছাত্রলীগের দুই দুইবারের সফল সভাপতি. মুশুদ্দি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান. ধনবাড়ি পৌরসভার দুই বারের সফল মেয়র.স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব. বি.এন.পি.জামাত জোট সরকার ও ১/১১ সামরিক সরকারের আমলে হামলা -মামলা স্বীকার হওয়া ত্যাগী ও দুর্দিনে কর্মীদের পাশে থেকে নেতৃত্ব দানকারী – সংগ্রামী জননেতা. বঙ্গবন্ধু মহান মুজিবের আদর্শের অম্লান উওরাধিকার. ধনবাড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ ধনবাড়ি উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ভাইয়ের আগামী ২৯ শে মার্চ বেলা ২ ঘটিকায় গনমিছিলে যোগদিন। বলিষ্ঠ কন্ঠে আওয়াজ তুলুন ডাক দিয়েছে তপন ভাই ঘরে থাকার সময় নাই।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু