অবিশ্বাস্য হলেও সত্য। শুধুমাত্র একটি সপ্নই বদলে দিয়েছে আমেরিকার ভার্জিনিয়ার আলোনজো কোলম্যানের সম্পূর্ণ জীবন। তিনি তার স্বপ্নে দেখেছিলেন একটি লটারির নম্বর। আর সেই নম্বরের লটারি কেটেই কিস্তিমাত। স্বপ্নে পাওয়া এই নম্বর থেকেই প্রায় দু’কোটি টাকার লটারি জিতছেন তিনি।খবর নিউজ উইকের।সবার মতো তিনিও প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারেন নিআলোনজো। ভাগ্য এভাবে বদলাতে পারে ভাবেননি তিনি। মাত্র দুই ডলার দিয়ে লটারির টিকিটটি কিনেছিলেন তিনি।১১ জুন হয়েছিল খেলা। গত বৃহস্পতিবার (২০ জুন) যখন ফল ঘোষণা হয়, তখন বিশ্বাসই করে উঠতে পারেননি তিনি। লটারি সংস্থার কর্মীদের তিনি বলেন, এটা বিশ্বাস করা খুব কঠিন। এখনও মাথায় ঢুকছে না।ওই লটারির প্রথম পুরস্কার মূল্য ১০ লাখ ডলার বা প্রায় আট কোটি টাকা। দ্বিতীয় পাঁচ লাখ ডলার বা প্রায় চার কোটি টাকা। তৃতীয় পুরস্কারের মূল্য আড়াই লাখ ডলার যা জিতেছেন কোলম্যান।