ময়মনসিংহের ফুলপুরে খরিয়া নদীতে বেড়া/খরা জাল দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করা হচ্ছে রাক্ষসে খরা জাল দিয়ে এবং মা পোন ধ্বংস করা হচ্ছে ফুলপুরের ভিবিন্ন নদ নদীতে । মৎস্য আইন লঙ্ঘন করে খরিয়া নদী, কংশ, রাংসা, মালিঝি নদী, এবং আন্ধা ডোবা ও শ্যামপুর ডোবাসহ,ফুলপুর উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল বিল ও ডোবা দখল করছে রাক্ষসে খরা জাল, এবং কারেন্ট জাল ও অবৈধভাবে বেড়া দিয়ে চলছে মাছের বংশ বিস্তার ধ্বংস ও মৎস্য নিধন মহা উৎসব।ধ্বংশ হচ্ছে রেণু পোনা অবৈধ খরা জাল কারবারীদের হাতে,এবং
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষার মৌসুম এলেই শুরু হয় মাছের রেণু ও মা-মাছ এবং পোন মাছ নিধনের অবৈধ কার্যক্রম।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে লোকদেখানো অভিযান পরিচালনা করে। এতে আরও বেপরোয়া হয়ে ওঠে মৎস্য নিধনকারী রাক্ষসে খরা জাল চক্রগুলো।এখনেই উপযুক্ত সময় মাছের বংশ বিস্তারের, রেণু ও মা মাছ,রেহাই পাচ্ছেনা অবৈধ রাক্ষসে খরা জালের কারণে,