শেরপুরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ঈদ-উল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর এর সম্মেলন কক্ষে ২০২৩ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট ঈদ শুভেচ্ছা বার্তাসহ খাদ্য উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।