ময়মনসিংহ ফুলপুর উপজেলা বওলা ইউনিয়নে বস্তার ভেতর থেকে অজ্ঞতা তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
আজ শনিবার ১০ই সেপ্টেম্বর সাড়ে ১২ দিকে ফুলপুর উপজেলা ১০ নং বওলা ইউনিয়ন বওলা গ্রামে কোকাইল রোডে দারোগা বাড়ির পারিবারিক কবরস্থান সংলগ্ন স্থান থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।
এছাড়া এই এলাকার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় আজ সকাল থেকে দুর্গন্ধের বের হয়।
এর কারণে তারা খোঁজ-খবর নিয়ে দেখে এ কবরস্থানে বস্তার ভিতর থেকে এই দুর্গন্ধ বের হয়। পরে তারা ফুলপুর থানায় পুলিশ খবর দেয়
খবর পেয়ে ফুলপুর থানার তদন্ত ওসি আব্দুল মোতালেব চৌধুরী ও তার টিম সহ ঘটনাস্থলে উপস্থিত হয়।উপস্থিত হয়ে হাছান আলী গ্রাম পুলিশ সহায়তা এই বস্তা উদ্ধার করেন । তবে উদ্ধার কৃত বস্তা খুলে দেখে এই মরদেহ।
তবে এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত উদ্ধারকৃত কিশোরী কোন পরিচয় জানা যায়নি।
এছাড়া এই বিষয়ে জানতে চাইলে (ওসি,তদন্ত)আব্দুল মোতালিব চৌধুরী বলেন,আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি । কিন্তু এখনো মরদেহটির পরিচয় পায়নি।