মিজু আহম্মেদ :
বগুড়ার শাজাহানপুরে কুখ্যাত মাদক সম্রাট আবতাব হোসেন পেতার (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আবতাব হোসেন পেতার শাজাহানপুর থানার সাজাপুর পন্ডিতপাড়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে । সারাজীবন মাদক ব্যবসার সাথে জড়িত আবতাব হোসেন পেতারকে গত ১৫ মার্চ মঙ্গলবার দুপুর আনুমানিক ০১.১৫ ঘটিকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শাজাহানপুর থানার চৌকস পুলিশ অফিসার এস আই শামীম হাসান, এস আই মোহাম্মদ আলী, এস আই গোলাম রসুল ও সংগীয় ফোর্স। গোপণ সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানতে পারেন যে, মাদক ব্যবসায়ী আবতাব হোসেন পেতার বিভিন্ন ভাবে মাদক ব্যবসা করছে।অফিসার ইনচার্জ এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে শুরু করেন। ১৫ ই মার্চ ২০২২ তারিখে অফিসার ইনচার্জ গোপন সূত্রে জানতে পারেন যে, আবতাব হোসেন পেতার তার নিজ বসতবাড়ীতে হেরোইন নিয়ে মাদকসেবীদের নিকট বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন থানার এস আই শামীম হাসানকে ঘটনার সত্যতা জানার জন্য নির্দেশ দেন। এস আই শামীম হাসান সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে