ময়মনসিংহ ফুলপুর ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে ফুলপুর থানার পুলিশ
গতকাল রবিবার (১৪•০৮•২০২২)ইং ময়মনসিংহ পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া গ্রেফতারকৃত নজরুল ইসলাম নকলা উপজেলা ধরপট মোজাকান্দ প্রামের মৃত ফজলুল হকের ছেলে।
এবং জানা যায় চলতি বছরের জানুয়ারী মাসে ফুলপুরের পয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া এক প্রার্থী প্রচারণায় ব্যস্ত থাকে।সেই সুবাধে ওই প্রার্থীর কিশোরী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে নজরুল ইসলাম (৩৫)।অভিযুক্ত নজরুল ইসলাম ফুলপুরের পয়ারী ইউনিয়নের পয়ার গ্রামের আব্দুছ ছালামের মেয়ের জামাই।
পরবর্তীতে নানা ভয় দেখিয়ে ধর্ষণ অব্যাহত রাখে নজরুল।এতে মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কিশোরীকে গর্ভপাতেরও চেষ্টা করা হয়।এবং স্থানীয়দের মাধ্যমে নজরুল অর্থের বিনিময়ে ঘটনা মীমাংসার প্রস্তাব দেন।তাতে ধর্ষিতার পরিবার রাজি হয়নি।
এই ঘটনার ধর্ষণ কারির কিশোরীর মা বাদী হয়ে ফুলপুর থানায় গত ২৫ শে জুলাই নজরুল ইসলাম কে প্রাধান আসামী করে ফুলপুর থানায় মামলা করেন।
এছাড়া ফুলপুর থানার ওসি আব্দুল আল মামুন জানান অভিযোগ চালিয়ে নজরুল ইসলামকে গ্রেফতার করে ফুলপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই বকুল।গ্রেফতারকৃত নজরুল আইনের আওতায় আছে ও আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।