ময়মনসিং বিভাগের ফুলপুর হালুয়াঘাট ধোবাউড়া নকলা নালিতাবাড়ী শেরপুর ঝিনাইগাতী সহ প্রায় ১০ টি উপজেলার মানুষ বেশি ভালো নেই বন্যায় বসত বাড়ি ঘর জমিনের আমন দান সহ অনেক কিছু বন্যায় তলিয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে।
এই ১০ টি উপজেলার মাঝে রয়েছে ফুলপুর উপজেলা পাঁচ নং সদর ইউনিয়ন ৪ নং সিং ইউনিয়ন ১ নং সন্দারা ইউনিয়ন সহ প্রায় ১০ থেকে ১৫ হাজার পরিবার ফুলপুরের বিপদে রয়েছে ।
এছাড়া জানা যায় ফুলপুর উপজেলা পাঁচ নং সদর ইউনিয়নে নগুয়া পলাশকান্দা বনগাঁও বাশতলা বাতিকোড়া সহ গ্রামে প্রায় ১৫০০শত পরিবারে ঘরবাড়ি সহ পাহাড়ি ঢোলের তলিয়েছি।
এছাড়া ফুলপুর থানা রোড হইতে ডেফুলিয়া যাওয়ার পথে সাহাপাড়া নিশিপারা কদমতলা সহ হিন্দু শতাধিক পরিবার বিপদে রয়েছে তাদের বাৎসরিক পূজা সহ বিভিন্ন কার্যক্রম বন্ধ রয়েছে এবং কদমতলা নামক স্থানে রাস্তায় চলাচল বন্ধ হয়েছে গাড়ি চলাচল করতে পারে না বন্যার জন্য।
এবং যে গ্রামে আশ্রয় কেন্দ্র রয়েছে জনগণ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
এদিকে ৫ নং সদর ইউনিয়নের জনগণের কাছে শোনা যায় ২০০৮সালে বন্যা হয়েছিল এই এলাকায় প্রায় ১৬ বছর পর এমন বন্যা হয়েছে
তবে ৮৮ সালের বন্যার মত বন্যা হয় নাই
ফুলপুরের জনগণ বিপদে রয়েছে দেশ বাসির কাছে দোয়া চাইছেন আল্লাহপাক তাদেরকে এখন পর্যন্ত সুস্থ ও ভালো রাখছে বলে জানান।