রাশেদুর হাসান লক্ষ্মীপুর জেলা ব্যুরোপ্রধান ঃ
লক্ষ্মীপুর জেলা সদর উপজেলার ১৩ দিঘলী ইউনিয়ন, দক্ষিন দূর্গাপুর গ্রামের মৃত আবুলমের বাড়িতে আজ ০২/০৩/২০২২ ইং মৃত আবুল কালামের কুলখানি কে কেন্দ্র করে তার দুই ছেলের মধ্যে মারামারি হয় এতে দুই পক্ষের (৮) জন আহত হয় বলে খবর পাওয়া গেছ এলকা থেকে আরো জানা যায় প্রথম পক্ষ মোঃ বাবুল এর পরিবারের (৬) জন গুরুতর আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি আছে। ২য় পক্ষের মহিন উদ্দিনের পক্ষের (২) জন হালকা আহত হয় তাহারা ফার্মেসী থেকে টিট মেন্ট নেয়। ঘটনা জানা যায় মৃত আবু কালাম, দুই ছেলেকে দুইটা আলাদা বাড়ি করে দেন, বড় ছেলে বাবুল বাবা মায়ের খেদমত ও দেখা শুনা করেন বিদায় তার বাবা আবু কালাম কিছু জমিন তাকে দান করেন। এতে করে ছোটো ছেলে মহিন উদ্দিন বড় ছেলের বাবুলের মাঝে দীর্গ দিন যাবত বিবাদ ছলে আসছে এরি সুত্রঃ ধরে বাবার কুলখানিতে কথা কাটাকাটি এক পয্যায়ে বাবুলের পরিবারের উপর আক্রমণ করে, মহিন উদ্দিনের ছেলে মেয়ে স্ত্রী ও মেয়ের জামাই সেলক সহ। বাবুলের পরিবারের উপর হামলা করে, এতে আহত হন বাবুলের মা,দুই ছেলে মেয়ে ও দুই ছেলের বৌ, চোট বৌ (৮) মাসের গর্ব, তাহার তলপেটে আগাত করেছে বলে ও অভিযোগ করেন।এখন তাহার অবস্থা গুরুতর। নিউজ করা পযন্ত থানায় বা কোটে কোনো মামলা হয়নাই , তবে বাবুলের পরিবারের পক্ষ থেকে মামলা করবে বলে জানায়।