আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সহ সভাপতি,এনজেবিডিনিউজ এডিটর সাংবাদিক মোঃনাসির বাপসনিউজকে জানান,আজ জুলাই ৬, ২০২২পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মুন্সিগঞ্জ জেলায় পুলিশ সুপার মুহাম্মাদ আনোয়ারুল হক তোমার শুভ জন্মদিন। ‘ঘোর অন্ধকারে আলোর ঝলক: করোনা ভ্যাকসিন আবিস্কার এবং প্রয়োগ | জীবনের এত ক্যালকুলেশনের দরকার নাই , করোনায় মৃত্যুর মিছিলে যে আমরা বেঁচে আছি, এটাই তো আলহামদুলিল্লাহ !’ তোমার কাজ দেশের ত্রবং বিদেশি বসবাসরত সবার সৌভাগ্য বয়ে আনুক তোমার জন্মদিন ।
তোমাকে বিদেশে বসবাসরত সকল বাংলাদেশীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও সশ্রদ্ধ ছালাম ।
এই দিনে তুমি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মায়ের কোল আলোকিত করে এই পৃথিবীতে এসেছিলে ।
কী আনন্দের সুবাতাস বইছিলো সেদিন তোমার পরিবার বাড়ীতে।
তুমি যুগ যুগ বেচে থাকবে দেশ ত্রবং বিদেশি বাংলাদেশী মানুষের জন্য। এমন শুভ দিন
ফিরে আসুক বার বার জন্মদিনের ভালোবাসার আবেশ নিয়ে সকলের মাঝে।
প্রার্থনা করি, আনোয়ার সুস্থ থাকবে- আমাদেরকেও ভালো রাখবে ।
আজকে আনোয়ার তুমি জন্মেছিলে বলেই তো পেয়েছি তোমাকে ভাই বা বন্ধু হিসেবে। তোমার সারাটা জীবন সুখে কাটুক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মুন্সিগঞ্জ জেলায় পুলিশ সুপার মুহাম্মাদ আনোয়ারুল হক আমায় ভাই বা বন্ধু ডাকা অটুট থাকুক ….সব সময় সারা জীবন।
আনোয়ার কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করা মানুষের শ্রেষ্ঠ ধর্ম। তুমি জীবনে অন্যের জন্য ভাবো ,অন্যের কিছু করার চেষটা কর ।যেটা তোমার মধ্যে আমি দেখেছি ।আমি দোয়া করি আললাহ বহুগুণে তোমাকেও ফিরিয়ে দেবে।সব সময় বিপদে পাশে পেয়েছি তোমাকে। সব সময় মনের দুঃখগুলো বলে হালকা করেছি নিজেকে। আজকে জন্মেছিলি বলেই তো পেয়েছি তোমাকে ভাই বা বন্ধু হিসেবে। তোমার সারাটা জীবন সুখে কাটুক আনোয়ার, আমায় ভাইয়া ডাকা অটুট থাকুক ….সব সময় সারা জীবন।
শুভ জন্মদিন জয়হোক দোয়াকরি ভালো থাক
শুভ জন্মদিন জয়হোক। দোয়াকরি তুমি ত্রবং তোমার পরিবার সবাই ভালো থাকুক।