বন্দর নগরী বেনাপোলে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়াজনে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত।
২৪শে সেপ্টেম্বর শনিবার সাকালে বেনাপোলে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কতৃিক এই ওপেন হাউজ-ডে আয়াজন করা হয়।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সার্কেল এসপি জুয়েল ইমরানের পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন যশোর পুলিশের এসপি জনাব প্রলয় কুমার জোয়ারদার এবং বিশেষ অতিথি বিসাবে উপস্থিত ছিলেন শার্শা আওয়ামী লিগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,আরও উপস্থিত ছিলেন শাশা থানার ওসি মামুন খান,বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া,আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল,শার্শা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল,বাগাআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক,সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল,কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাব হোসেন, সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু,গফ্ফার চেয়ারম্যান সহ একতা প্রেসক্লাবের সবাপতি ওহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক সুমন হুসাইন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের নেতা কর্মি বিন্দু ও সর্বসাধারণ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতীথীর বক্তব্যে বলেন সমাজ থেকে দূর্নীতি কমাতে পলিশ নিরঅলস পরিস্রম করে যাচ্ছে,এবং মাদক মুক্ত সমাজ গড়তে মাদকের গডফাদারদের কঠোর হুসিয়ারী দিয়ে বলেন একজনকেউ ছাড় দেওয়া হবেনা।একটি আদর্শ সমাজ গড়তে সর্বসাধারনের এগিয়ে আসার আহবান করেন তিন।সর্বপরি আগত অতিথীদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়