পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন।
২৮ রমজান (৮ এপ্রিল) রোজ সোমবার রাত্র ৮ টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও নবাব সলিমুল্লাহ সড়কে পথচারীদের মাঝে পাঞ্জাবি, জামা ও ফ্রক শুভেচ্ছা ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে দিয়ে থাকেন।
এ সময় তার এই মানবিক ও মহতীকাছে সাথে ছিলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, কবি আদিত্য রুপু, কবি হারুন অর রশীদ সাগর, কবি আবুল কালাম আজাদ ও জাকারিয়া ।
ইভা এ সময় বলেন, আমি আমার সমর্থ অনুযায়ী নিজস্ব অর্থে কিছু মানুষকে ঈদ উপহার দিতে পারে আনন্দিত। আমি বিভিন্ন সংগঠনে অনেকগুলো সংগঠনে অ্যাড হয়েছি ঈদের অংশেদার বিতরণে হিসাবে পথের শিশুদের গরিব অসহায় লোকেদের পাশে ঈদের আয়োজনে অংশীদার হিসেবে ছিলাম আজ আমি তিন জায়গায় এড হয়েছি সর্ব প্রথমে ল কলেজের সটাফদের ঈদের অংশীদার হয় ব্যক্তিগতভাবে ও মায়ের আঁচল কেন্দ্রীয় সংগঠন থেকে ঈদের অংশীদারে যোগ হই এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ইফতারের পর আজ ঈদের আয়োজনে বিতরণ করি। তাছাড়া ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলিরা করেছে এরপরও আমি আমারদের এলাকার অনেককে ঈদের অংশেদার হয়ে আমাদের বাসায় ঈদ উপলক্ষে পোশাক বাদলের টাকা প্রধান করি এবং যাকাত প্রদান করি, এটা আমি প্রতিবছরই করি। আমার জন্য জন্য দোয়া করবেন আমি যেনো এ মানবিক কাজ সবসময় করতে পারি। আমি ল কলেজ থেকে ভিপি হাসান এবং আমজাদ ভাই পক্ষ থেকে আবার ল কলেজের সংসদ সদস্যের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী ঈদের আনন্দ অংশীদার হয়ে আমি অত্রিন্ত উৎফুল্ল এখন প্রশান্তি মনে করছি।
আমার ল কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল এডভোকেট সাক্ষওয়াত ভুইয়া উনি আমাকে এই বিষয়ে উৎসাহ দেন প্রতিবারই আমি ওনার কাছে আমার কাজের আগ্রহ প্রকাশ করাতে কৃতজ্ঞতা প্রকাশ করি উনার প্রতি
আমার সাথে অংশগ্রহণ করেছেন কাব্য ছন্দ সাহিত্য সংস্কৃতি চর্চা বড় ভাই আরজু , মায়ের আঁচল সম্পাদ প্রকাশক কবি হারুনুর রশিদ সাগর, শিশু ও কিশোর মেলা যুগ্ম সম্পাদক জাকারিয়া,
আবুল কালাম আজাদ, উনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি উনারা আমার সাথে সময় দাওয়াতে হাতে হাতে সহযোগিতা করার জন্য আমার ভালো কাজের পাশে থাকার জন্য এবং আমার কাজটা যাতে সুন্দরভাবে হয় উনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে বিশেষ করে আরজু ভাইয়ের কথা না বলেই পারি না এবং সাগর ভাই যাত্রীরা আঙ্কেল উনাদের উপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সহযোগিতা করার জন্য। আপনারা আমার ভালো কাজের পাশে থেকেছে উনাদেরকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমার পক্ষ থেকে উনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম উনাদের ঈদের দিন সুন্দর হোক। আমার আমার জন্য দোয়া করবেন দেশবাসীকে সকলকে সুন্দর একটি ঈদের দিন শুভেচ্ছা জানাচ্ছি, সুন্দর সময় যেন সবার কাটে।