ময়মনসিংহ ফুলপুর উপজেলা আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় ফুলপুরের প্রদান প্রদান সড়ক দিয়ে আজকের এই র্যালি অনুষ্ঠিত হয়।
এছাড়া এই র্যালিটি বের হয় গ্রামীন মানবিক সংস্থা গ্রামহাউস এর আঞ্চলিক কার্যালয় থেকে তাছাড়া ফুলপুর পৌরসভা গেট হয়ে উপজেলা গেট ও কলেজ গেট মোর এবং ফুলপুর ভাষা সৈনিক শামসুল হক গোল চক্কর মোর হয়ে ফুলপুর বাস স্ট্যান্ডে যাত্রী সাওনি মোর ঘুরে আবার গ্রাম হাউস আঞ্চলিক কার্যালয়ে সাধারণ আলোচনা সম্মুক্ষে আজকের প্রবীন দিবস পালিত হয়
এছাড়া আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেন ফুলপুর উপজেলা ৫ নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান খোকা এবং প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার
গ্রামাউসের পরিচালক মো. ফজলুর রহমান, কর্মসূচি সমন্বয়কারী রাঘব দত্ত, গ্রামাউসের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার (সমৃদ্ধি) মো. আনোয়ার হোসেন প্রমুখ
এছাড়া উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা প্রবীণ কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন এলাকার মুরুব্বিগণ।