ফুলপুর অজ্ঞাত পার্টির মজিবর ও মানিক নামে ২ সদস্য আটক
ফুলপুর উপজেলা প্রতিনিধি
মোকছেদুল ইসলা
ময়মনসিংহ ফুলপুরে অজ্ঞান পার্টি ২ সদস্যকে আটক হয়েছে মজিবর রহমান মঞ্জু(৪১) ও মানিক (৪০)
আজ বৃহস্পতিবার ৩০ জুন বিকাল ৪ টার দিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অজ্ঞাত একজন লোকের অজ্ঞান করার অভিযোগে বাসের যাত্রীরা তাদের আটক করে পুলিশে দেয়।এবং পুলিশ অভিযান ও খোঁজ খবর নিয়ে দেখে।
মজিবর এর ঠিকানা টাঙ্গাইলের সখিপুর উপজেলা শালা গ্রামপুর গ্রামের মৃত্যু তাহের উদ্দিনের ছেলে এবং মানিক গাজীপুরের বাসন থানা ইটাহাটার গ্রামের মৃত হাকিম আলীর ছেলে ওদের ব্যাপারে জানা যায়।
এবং সন্ধায় উপজেলা সংস্থা কমপ্লিকক্সের জরুরি বিভাগের ডাঃ কেয়ার নিকট জানা জাই অজ্ঞান লোকটার জ্ঞান এখনো ফিরেনি আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি।
ও ফুলপুর থানার তদন্ত ওসি আব্দুল মোতালেব চৌধুরী ও এস আই বকুল জানান আমরা মজিবর ও মানিকে আটক করেছি এবং ফুলপুর থানার হেফাজতে রয়েছে এদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।