ময়মনসিংহ ফুলপুর পৌরসভা সাহাপুর বাজারের সাথে এগ্রো ফিস ফিডস এর উপলক্ষে বিনোদন এর ক্ষুদ্র আয়োজন মেলা করা হয়েছে
এছাড়া আয়োজনটি গত চার দিন যাবত চলিতেছে আজকে নিয়ে পাঁচ দিন এবং কি আরো দশ দিন এর মত চলিতে পারে এই আয়োজন মেলা এভাবেই মোট ১৫ দিন এর জন্য করা হয়েছে ক্ষুদ্র আয়োজন মেলা
এছাড়া আয়োজনটি করা হয়েছে ফুলপুর পৌর
এলাকা সাহাপুর মোড় রশিদা বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন অটো রাইস মিল এর ময়দানে।
এছাড়া এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের নাচ গান ও ঢাকা কিং জাদু প্রজশনিক এবং মালিক মেলা ডেঞ্জানম্যার সম্রাট কামালের তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন জাদু খেলা
এবং এই মেলা রয়েছে ছেলেমেয়েদের জন্য বিভিন্ন ধরনের দোলনা ঘোরানো দোলনা খেলা ও নৌকা ভ্রমণ প্রজেক্টর । এছাড়া রয়েছে উন্নত মানের বিভিন্ন ধরনের দোকানপাট ও বিভিন্ন ধরনের ফুলের দোকান তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের হোটেল স্যাস্ট্রল।
এবং এই মেলা চলে প্রতিদিন সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত ও রাত আটটার পরে চলে জাদু খেলা এবং সারাদিন চলে ছেলেমেয়েদের খেলাধুলা।