ময়মনসিংহ_ফুলপুর আঞ্চলিক মহাসড়কে রোড এক্সিডেন্ট হয়ে ১৫ জনের মত আহত হয়।
আজ বুধবার ৩১শে আগস্ট ১•৩৫মিনিটের সময় ময়মনসিংহ ফুলপুর আঞ্চলিক মহাসড়কে তারাকান্দা ও ফুলপুর এর মাজে দলী বাজার নামক স্থানে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
এছাড়া এই দুর্ঘটনা বাস – থ্রি হুইলার – মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এছাড়া বাস ও থ্রি হুইলার অটো খাদে পড়ে যায়।
এতে প্রায় ১৫ জনের মত আহত হয়েছে বলে জানা গেছে এবং অনেকেই নিহত হয়েছে।
এবং আহত নিহতদের কে দেরকে ফুলপুর সংস্থা কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
এছাড়া ফুলপুর থানার ওসি আব্দুল আল মামুন স্যার ও তার টীম সহ দুর্ঘটনায় উপস্থিত হয়ে ফুলপুর সংস্থা কমপ্লেক্স আহত নিহতদের কে প্রেরণ করেন।