ময়মনসিংহ ফুলপুর উপজেলা ৫ নং সদর ইউনিয়ন ডেফুলিয়া বাশতলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফাইনাল মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া মিনা ফুটবল টুর্নামেন্টে আয়োজন করেছেন বাশতলা ফ্রেন্ড ক্লাব।
আজ শুক্রবার ২৬ শে আগস্ট বিকাল ৩ ঘটিকার সময় আজকের এই খেলা অনুষ্ঠিত হয়েছে।
তাছাড়া মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাই অংশগ্রহণ করেছেন বাশতলা ফ্রেন্ডস ক্লাব বনাম শিলপুর বহুমূখী একাদশ.
আজকে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব 5 নং ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান আতাউল করিম রাসেল ৫ নং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কামরুল হাসান রানা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুবেল হোসেন
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আজকের এই খেলায় উপস্থিত ছিলেন।
এছাড়া আজকে এই খেলা বাঁশতলা ফ্রেন্ড ক্লাবের সদস্য..দেলোয়ার হোসেন ক্যাপ্টেন.জুনাইদ ফকির. বাইজিদ ফকির.হৃদয়. বোরহান.রমজান জিহাদ. আশারাফুল.সাঈদ.শরিফ. মামুন.
এবং শিলপুর বহুমুখী একাদশ ক্লাবের সদস্য.. সবুজ মিয়া ক্যাপ্টেন.. আবুলাইজ..আলামিন. মাহমদুল.জসীম. সোহান. আল মুবিন.মরম. রাসেল. বাচ্চু.রাজীব.
এছাড়া আজকের খেলায় বিজয়ী হয়েছে শিলপুর বহুমুখী একাদশ।