মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে ভারতের বিজিবি নেত্রী করুচিপূর্ণ মন্তব্য করায় মিছিল গণ সমাবেশ
জুয়েল রানা ফুলপুর উপজেলা প্রতিনিধ
ময়মনসিংহের ফুলপুরে মুসলিম জনতা,১১জুন শনিবার,প্রিয় নবী হযরত মুহাম্মদ(সাঃ) যিনি শয়ং শ্রষ্ঠার বন্ধু,যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতোনা।তার অপমান মেনে নিতে পারছেন না কোনো মুসলিম জাতি,যিনি মুসলিমদের কলিজা সেই প্রিয় নবী কে,ভারতে বিজিপির মখপাত্র নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল, প্রিয়নবীকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য করায় তারই জের ধরে ফুলপুরে মানববন্ধন হয়,শুধু বাংলাদেশ নয় সাড়া বিশ্বের অধিকাংশ দেশে ভয়ছে প্রতিবাদ তীব্র নিন্দা এবং প্রতিবাদ মিছিল,ফুলপুরে প্রতিবাদ মিছিলে অংশ গ্রহণ করেন ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও ফুলপুর সরকারি কলেজের ছাত্র।আরও অংশ গ্রহণ করেন বিভিন্ন এলাকার মসজিদ মাদ্রাসার ইমাম হাফেজ শিক্ষক ও ছাত্র,এবং আরও অংশ গ্রহণ করেন বিভিন্ন শ্রেণি পেসার মানুষ,ভারতের বিজিবির নেত্রী নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল করুচিপূর্ণ মন্তব্য করার অপরাধে বিক্ষোভ প্রতিবাদ মিছিলটি ফুলপুর সরকারি কলেজ রোড ও থানা রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ও প্রতিবাদ জানান সর্বস্তরের জনগণ, প্রশাসনিক ভাবে সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ছিলেন।