তানসেন আলী মুন্টু (স্টাফ রিপোর্টার) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কাহালু -নন্দীগ্রাম বগুড়া ০৪ আসনের এমপি মোশারফ হোসেনে পরিদর্শন করেন। ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে এই আয়োজন টি করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। নন্দিগ্রাম উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের বাংলা বাজার জামে মসজিদ, বীরপলি মাদ্রাসা জামে মসজিদ,
কদমকুড়ি জামে মসজিদ, ধুন্দার বাজার হাই স্কুল মসজিদ , দাশগ্রাম বাজার শ্রী শ্রী বৃন্দাবনপাড়া মন্দির , দাসগ্রাম বাজার জামে মসজিদ, দামুয়া পাড়া রাধাগোবিন্দ মন্দির , দাসপাড়া মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ভেদে ২ লাখ, ১ লাখ ৫০ হাজার করে অনুদান প্রদান করেন। জনগনের এমন দ্বারপ্রান্তে একজন এম পি সাহেবকে পাশে পেয়ে খুশিভাব প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। এমন এম পি কে নিজে এলাকায় পেয়ে সবাই এই এলাকার জন কল্যানে আশাবাদি