অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আলোচনা ও গুণীজন সম্মেলনা প্রদান আজ রোজ ২৪মে বিকাল ৩ টা শুক্রবার ২০২৪ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন করেন মো: মোমেন ইসলাম সাধারণ সম্পাদক অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কমিটির।
প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আমির হোসেন সাগর।
প্রধান আলোচক জেবিন সুলতানা কান্তা।
উদ্ধোধক ঃ মোমেন ইসলাম।
সঞ্চালনা করেন মমিন ইসলাম এবং কবি সবুজ রায়।
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে পায়ের পায়ে সন্তানের বেহেশত প্রত্যেক সন্তানের উনাদের মা দের পা ধুয়ে দেন সেই পর্বটাই ছিল মূল আকর্ষণ অনুষ্ঠানের ও এই স্মৃতিটা জীবনের লাইফে ফ্রেরেম আকারে অবিরাম ভালোবাসার আনন্দের প্রকাশ হয়ে রাখবে বয়ে রাখবে। সানস্কৃতি আবৃতি ও ছিল ঐ অনুষ্ঠানে আকর্ষণীয় মুহূর্ত।
এই সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিভিন্ন গুণীজন সম্মেলন প্রধান করেন ও ২০২৪ মুক্তিযোদ্ধা মুক্তা বেগম বক্তব্য রাখেন মিসেস সাহানা হেনা সুইটি সহ-সভাপতি বাংলাদেশ কৃষক লীগে শাহবাগ থানা প্রতিষ্ঠা সভাপতি সাবজেক্ট বেগম ফাউন্ডেশন ও মেমোরিয়াল ট্রাস্ফজেলা বক্তব্য রাখেন, এডভোকেট এস,এম ওয়াজেদ আলী খোকন সাবেক সাবেক পিপি সভাপতি বাংলাদেশ কৃষক লীগ নারায়ণগঞ্জ জেলা বক্তব্য রাখেন , আলোক লায়ন জেবিন সুলতানা কান্তা সদস ধর্ম বিষয়ক উপকুমি বাংলাদেশ আওয়ামী লীগে আওয়ামী লীগ বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা সাধারণ যুগ্ম সম্পাদক BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার বক্তব্য রাখেন, সোহেল মিয়া। আওয়ামী লীগের শাকিলা ইসলাম, ইমু BHDS সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি সহ মহিলা সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রচারক সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ইভা আরো বিভিন্ন গুণীজন সাধারণজন প্রমূক্ষ ছিলেন।